গরুর হাট থেকে গরু কিনার সুবিধা সমূহঃ ১.গরুর হাটে না গিয়ে করোনার ঝুঁকি হতে মুক্ত থাকবেন। ২. বুকিং করার সময় সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে হবে। ৩.কোরবানীর আগ পর্যন্ত আপনার ক্রয়কৃত পশু আমাদের খামারে রাখা ও খাবারের ব্যবস্থা একদম ফ্রি। ৪.আপনার ক্রয়কৃত পশু আমরা নিজ দায়িত্বে, বিনা খরচে ঈদের ২-৩ দিন পূর্বে শুধুমাত্র ঢাকায় পৌঁছে দেবো। ৫.অতি যত্নের সহিত ন্যাচারাল খাদ্যে পালিত। ৬.প্রতিটি পশু সবরকম হাইব্রিড খাবার, হরমোন ও এ্যান্টিবায়োটিক মুক্ত এবং ১০০% হালাল ও সুস্থ্য।এ বিষয়ে আপনাকে গ্যারেন্টি দেওয়া হবে। ৭. পারিবারের সবাইকে নিয়ে পছন্দ করার সুযোগ। ৮.পশু ক্রয় হাসিল বাবদ ৫,০০০ থেকে ৮,০০০ টাকা বাঁচবে । ৯.পশু বাসায় পৌঁছানো বাবদ বহন খরচ ২,০০০ থেকে ৪,০০০ টাকা বাঁচবে । ১০.পশুর খাওয়া বাবদ ৪,০০০ থেকে ৫,০০০ টাকা বাঁচবে(মাসে)।